শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বাবুগঞ্জের শহীদ পেদা অবৈধভাবে বালু উত্তোলন করায় শান্ত বানারীপাড়া অশান্ত হয়ে উঠছে

বানারীপাড়া প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়া উপজেলায় পয়েন্ট বিহীন জোরপূর্বক বালু উত্তোলন করায় বাবুগঞ্জের শহীদ প্যাদার বিরুদ্ধে ফুসে উঠতে শুরু করেছে এলাকার লোকজন। বালু ইজারাদার বাবুগঞ্জের শহীদ প্যাদা বানারীপাড়ার একটি পয়েন্টের বালুকাটার ইজারা নেয়। তার বালুকাটা পয়েন্টটি হল তালাপ্রসাদ বালু মহল তফসিল ৪৮ নং মৌজার নবগ্রাম, দাগ নং ২০৮।

গত ১১সেপ্টেম্বর, বৃহস্পতিবার নদীতে বালু কাটার মেশিন ও জাহাজ নিয়ে বানারীপাড়ার সন্ধা নদীতে উপস্থিত হন বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া গ্রামের আব্দুল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ শহীদ প্যাদা। তার দাবি তিনি সরকারের কাছ থেকে এখানকার নদী চরের (পানির নিচের) বালু ইজারা নিয়েছেন।

তবে স্থানীয়দের দাবি বালু মহল তফসিল ৪৮ নং মৌজার নবগ্রাম, দাগ নং ২০৮ এ শহীদ প্যাদা ইজারা নিয়েছেন সে স্থানটি এখন নদীর স্থায়ী চর। সেখানে ঘরবাড়ি নির্মাণ করে মানুষ বসবাস করছে। এ বিষয়ে শহীদ পেদা বলেন বানারীপাড়া থানা ইনচার্জ এ বিষয়টি জানেন। তবে এ প্রসঙ্গে বানারীপাড়া থানা ইনচার্জ মোহাম্মদ মোস্তফা জানান এটা আমার বিষয় না, তাছাড়া আমি বিষয়ে কিছুই জানিনা।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন তারা আমার কাছে এসেছিল এবং আমি তাদের যে জায়গার বালু ইজারা দেওয়া হয়েছে সেই জায়গায় বালু কাটতে বলেছি।

তিনি আরো বলেন এর ব্যতিক্রম হলে এসিল্যান্ড ব্যবস্থা নিবে। স্থানীয়রা আরো জানান অবৈধভাবে কেউ নদী চরের বালু কাটতে আসলে তাদেরকে গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতিহত করবে। পয়েন্ট বিহীন জোরপূর্বক বালু উত্তোলন করলে চাখারের তশিলদার সরে জমিন পরিদর্শন করে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তারা যেন তাদের নির্ধারিত স্থানে গিয়ে বালু কাটে।

কিন্তু ওই ইজারাদারের প্রতিষ্ঠানটি কারো কথায় কর্ণপাত করছে না। তারা প্রশাসনের আদেশ উপেক্ষা করে জোর পূর্বক বালু কাটতেছে। এলাকাবাসীর দাবি তারা এখানে একটি ইটের ভাটায় আশ্রয় নিয়েছে। তারা মাঝ রাতে এখানে ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এলাকাবাসীর মধ্যে।

এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রশ্ন উঠেছে কে এই শহীদ প্যাদা? জানা গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভূতেরদিয়া এলাকার মৃত আঃ কাদের প্যাদার ছেলে শহিদ প্যাদা ওই উপজেলাসহ পার্শবর্তী থানাগুলোর মধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপরাধকান্ডে জড়িত। একাধিক সূত্র থেকে জানা যায়, তার নিজ ইউনিয়ন জাহাঙ্গীরনগরসহ বাবুগঞ্জের আতংকের নাম শহিদ প্যাদা।

থানা সূত্রে জানা যায়- ডিএসবির চাঁদাবাজি ও সন্ত্রাসী তালিকায় বাবুগঞ্জ থানায় এক নাম্বারে তার নাম আছে। মাদক ব্যাবসায়ী তালিকায় তার নাম ৯ ( নয়) নম্বরে রয়েছে। এছাড়াও শহিদ প্যাদার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১২ টি মামলা রয়েছে। বিভিন্ন অপকর্মের হোতা মাদক ব্যবসার সম্রাট শহিদ প্যাদা।

গত ১২ডিসেম্বর মীরগঞ্জ ট্রলার ঘাট এলাকায় ড্রেজার লুটের সময় ৩ জনকে কুপিয়ে আহত করে শহিদ প্যাদা ও তার লোকজন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে ১৫ডিসেম্বর রাতে গ্রেফতার করে বাবুগঞ্জ থানা পুলিশ। যার মামলা নং-১১।

এছাড়া গত ১৬সেপ্টেম্বর অনুমান সাড়ে ৫টার দিকে বরিশাল বাবুগঞ্জ থানাধীন পূর্ব ভূতেরদিয়া কেদারপুর এলাকায় আসামীরা পরস্পর যোগসাজসে বে-আইনী জনতাবদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আড়িয়াল খাঁ নদীতে সরকারী ইজারাকৃত বালু মহলে ভিকটিমের টোকেন ঘরে হামলা করে ঘর ভাংচুর করে টোকেন ঘরে থাকা বালু বিক্রয়ের ১ লক্ষ ৭৫ হাজার টাকা লুট করে। নাশকতা ও বিশৃঙ্খলতা সৃষ্টির উদ্দেশ্যে ২রাউন্ড ফাঁকা গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা অস্ত্রের মুখে ২টি ড্রেজার ছিনতাই করে নিয়ে যায়। আসামীরা তাদেরকে খুনসহ বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। সেই ঘটনায় বাবুগঞ্জ থানার বিস্ফোরক ও নাশকতা মামলার প্রধান আসামী মোঃ শহীদ প্যাদাকে গত ১৪ অক্টোবর ঢাকা জেলার সাভার থানাধীন ডেন্ডাবর এলাকায় র‍্যাব-৮ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।

ওই দিন সকাল সাড়ে ১১টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা। গত ২৪ এপ্রিল ২০২৫ মুলাদীর আড়িয়াল খান নদী হতে অবৈধভাবে বালুর তোলার সময় উপ পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে আড়িয়াল খা নদীর পশ্চিম চর লক্ষীপুর এলাকা হতে শহীদ প্যাদাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। ওই দিন সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন ভ্রাম্যমান আদালতে ৪ লক্ষ টাকা জরিমানা করেন। বাবুগঞ্জের আতঙ্ক ছড়িয়ে বর্তমানে বানারীপাড়া কে আতঙ্কিত করছে এই শহীদ প্যাদা।

উল্লেখ্য শহিদ প্যাদা গত ১১সেপ্টেম্বর একটি বড় ট্রলারে করে একশতেরও অধিক লোকজন নিয়ে তালাপ্রসাদ চরসহ সন্ধ্যা নদীতে মহড়া প্রদান করেছিলো।সেদিন থেকেই অত্র উপজেলার চাখার ও সৈয়দকাঠি ইউনিয়নের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।অত্র দুইটি ইউনিয়ন সহ গোটা বানারীপাড়ায় শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *