বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

৬০পিস ইয়াবাসহ কাজিরহাট থানায় আটক-৩

হিজলা প্রতিনিধি।।

বরিশাল জেলার কাজির হাটের জয়নগর ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধার পরে মাদক ব্যবসায়ীদের ধরার জন্য এসআই হৃদয় কুমার চাকলাদার এর নেতৃত্বে ফোর্স সহ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা গেছে, কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নের ৫নং কাদিরাবাদ ওয়ার্ডের নেছার উদ্দিন ফকিরের বসত ঘরের উঠান হতে মৃত গয়জ উদ্দিন ফকির ছেলে মোঃ নেছার ফকির (৬০), দরিচর খাজুরিয়া ইউনিয়নের মোঃ হারুন খানের ছেলে মোঃ রাশেদ খান (৩১),আন্ধারমানিক ইউনিয়নের আঃ রহিম এর ছেলে আব্দুল মান্নান সরদার (৩৮), কে আটক করা হয়। তাদের নিকট থেকে ৬০(ষাট) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কাজীরহাট থানার ওসির সাথে আলাপ করলে তিনি জানান, আসামিদেরকে চিহ্নিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা করা হয় কাজিরহাট  থানার মামলা নং ০৯/২৫ ধারা: ২০১৮ সালের মাদক দ্রব্য  আইনেন ৩৬(১) এর ১০(ক) রুজু করা হইয়াছে। আসামীরা চিন্হিত মাদক ব্যবসায়ী। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *