গৌরনদী প্রতিনিধি।।
মহামান্য হিজবুল্লাহ’র ইমাম ও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যানের নির্দেশে জাকের পার্টির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গৌরনদী উপজেলার কলেজ মসজিদ ময়দানে এক বিশাল জনসভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।
জাকের পার্টি গৌরনদী পৌরসভা সভাপতি ইউনুস মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির বহির্বিশ্ব সদস্য মাসুম এলাহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি রিয়াজ মোর্শেদ জামান খান, সহসভাপতি হাজী মাস্টার মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক বাচ্চু শরীফ, বরিশাল জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শামীম মীর, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, আগৈলঝাড়া উপজেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মতিন দেওয়ান, বরিশাল জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সৈয়দ শাহীন এবং সম্পাদক সৈয়দ মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।