শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিল-আটক-৪

বরিশাল অফিস।।

বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। রোববার রাত ৮টার নিকে নগরীর নথুল্লাবাদ বাস টার্মীনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক এ ঝটিকা মিছিল বের করে সংগঠনটি। এসময় তাদের ধাওয়া করে ৪জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

প্রতক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিনে নথুল্লাবাস বাসস্টান্ড সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতা কর্মীরা।

এসময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন স্লোগানসহ প্রধান উপদেষ্ঠা ড. মো: ইউনুসের বিরুদ্ধে নানান স্লোগান দেন। এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাস বাসস্টান্ডের দিকে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পালানোর সময় ৪জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা। আটকৃতরা হলো ৩০নং ওয়ার্ডর বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিন চহটা গ্রামের মো: জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবং বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো : শাহীন শেখ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে ৪জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

এদিকে গত ৫আগেস্টের পর থেকে আত্মগোপনে ছিলো আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীরা। এতোদিন বরিশালে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *