এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
মানবতার দায়িত্ব পালনে সব সময় এগিয়ে জামায়াতে ইসলামী। তারই বাস্তব প্রমাণ মিললো বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি নেজামুল হক হাওলাদার এর অসুস্থতার খবরে।
তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন শুনে ২১সেপ্টেম্বর বিকেলে ভোলা-২ জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুফতি মাওলানা মোঃ ফজলুল করিম দ্রুত ছুটে যান তাঁর বাড়িতে। নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
তিনি বলেন, “আমরা প্রতিদ্বন্দ্বী নই, একে অপরের দোস্ত-ভাই। জনগণের কল্যাণেই আমাদের রাজনীতি। অসুস্থ নেতার দ্রুত সুস্থতার জন্য সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন।
ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা জামাল উদ্দিন বলেন, জামায়াত সবসময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছে, ভবিষ্যতের পাশে থাকবে ইনশাআল্লাহ। এমন দৃশ্য যেন এলাকাবাসীর মধ্যে ইতিবাচক আলোচনা সৃষ্টি করেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।