বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

শাহবাজপুর রেসিডেনশিয়াল মাদ্রাসায় সবক অনুষ্ঠান সম্পন্ন

আজিম উদ্দিন খান।।

ভোলার লালমোহন পৌরসভার “ শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসায় শনিবার ২১সেপ্টেম্বর’২৫ “সবক অনুষ্ঠান” এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. হানিম। ইসলামী সংগীত পরিবেশন করেন শাহবাজপুর শিল্পীগোষ্ঠীর শিক্ষার্থীরা। উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খালিদ হোসাইন।

প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার চেয়ারম্যান মো. নিজামুল হক নাইম এবং প্রধান বক্তা ছিলেন মুহাদ্দিস মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অ্যাড. রহমত উল্লাহ সেলিম, নির্বাহী পরিচালক এম এ হাসান, আজিজুল হক প্রমুখ ।এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ছিলেন ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ ফরিদ উদ্দিন এবং মেহমান বিভাগের দায়িত্বে ছিলেন হাফেজ মো. আইয়ুব আলী। এ ছাড়া ভেন্যু ম্যানেজমেন্ট, সিকিউরিটি, শিক্ষার্থী ব্যবস্থাপনা, প্রোগ্রাম ও মিডিয়া বিভাগে শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্ব পালন করেন।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চর্চা বৃদ্ধি এবং কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার মানোন্নয়নই এ ধরনের সবক অনুষ্ঠানের মূল লক্ষ্য।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *