শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত: এটিএম মাসুম

নিজস্ব প্রতিবেদক।। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারী এটিএম মাসুম জানিয়েছেন, জনগণের চাওয়ায় আগামী জাতীয় নির্বাচনে ৩০০আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

এটিএম মাসুম বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে, এদেশের মানুষ তা আর চায় না। কোন জুলুম, অত্যাচার, হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০মাসে জামায়াত জনগণের আস্থা কুড়িয়েছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। তাদের কথা হচ্ছে অনেক দলকেই দেখা হয়েছে তবে কাঙ্খিত ফল পাওয়া যায়নি। জনগণ জামায়াতের উপর আস্থা রাখতে চায়। এজন্য জনগণের প্রত্যাশায় ৩০০আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এ সভায় এটিএএম মাসুম স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, মজলিসে সূরা সদস্য ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন ও মহসিন কবির মুরাদ প্রমুখ।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *