বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নিউ টাউন সোসাইটির উদ্যোগে সিরাত মাহফিল ২০২৫ আগামী কাল ২৩সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার।।

রাজধানী ঢাকার ডেমরা এলাকায় অবস্থিত সামাজিক সংগঠন নিউ টাউন সোসাইটির উদ্যোগে আগামী কাল ২৩সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার ইউনিক টাওয়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাতুন্নবী (সা.) মাহফিল ২০২৫। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মহাসমারোহে আয়োজিত এ মাহফিলে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম কোরআন ও হাদীসের আলোকে আলোচনা ও তাফসীর পেশ করবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন ও নিউ টাউন কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের খতিব ড. আবুল কালাম আজাদ বাশার।

প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও সুবক্তা মুফতি আমির হামজা (কুষ্টিয়া)।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন হোসাইন আহমেদ মাহফুজ (চুয়াডাঙ্গা)।

নিউ টাউন সোসাইটির সম্মানিত সেক্রেটারি এক বিবৃতিতে জানান, সিরাত মাহফিলকে সফল ও অর্থবহ করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তিনি সবাইকে মাহফিলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করার জন্য অনুরোধ জানান।

সিরাত মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মো. মহসিন উদ্দিন বলেন— “নিউটাউনবাসীর আন্তরিক অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতায় এ মাহফিল একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”

এদিকে নিউ টাউন সোসাইটির মিডিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক কালের কথা পত্রিকার সম্পাদক খাজা মাসুম বিল্লাহ কাওছারী জানান- সিরাত মাহফিলকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মাহফিল লোকে লোকারণ্য হবে এবং আগামী দিনের জন্য একটি ঐতিহাসিক সাক্ষ্য হয়ে থাকবে।

নিউ টাউন সোসাইটি কর্তৃপক্ষ সিরাত মাহফিল ২০২৫-এ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার এবং মাহফিলের সফলতা কামনায় দোয়া করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *