আজিম উদ্দিন খান।।
ভোলার লালমোহনে ইসলামী ছাত্রশিবির সরকারি শাহবাজপুর কলেজ শাখার উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে রবিবার (২২সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।
“রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন থাকুন, বিপদে রক্ত দিয়ে মানবতার পাশে থাকুন”—এ শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি ঘিরে কলেজ চত্বর রূপ নেয় শিক্ষার্থীদের মিলনমেলায়। এলাকাবাসী, শিক্ষার্থী, স্থানীয় যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপচে পড়া ভিড় জমায় ক্যাম্পে।
কর্মসূচির মাধ্যমে শত শত মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তদান ও জরুরি পরিস্থিতিতে রক্ত সরবরাহ নিয়ে গুরুত্বপূর্ণ সচেতনতা লাভ করেন। আয়োজকরা জানান, নিজের ও পরিবারের রক্তের গ্রুপ জানা শুধু ব্যক্তিগত সচেতনতাই নয়, বরং সমাজের জন্য এক বড় মানবিক প্রস্তুতি। দুর্ঘটনা বা সংকটময় মুহূর্তে দ্রুত রক্তদান নিশ্চিত করতে এটি জীবনরক্ষাকারী ভূমিকা পালন করবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমোহন উপজেলা উত্তরের সভাপতি আব্দুর রহমান বলেন, “আমাদের এই কর্মসূচি কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতার প্রতি দায়িত্ববোধ। আমরা চাই, লালমোহনের প্রতিটি মানুষ নিজের রক্তের গ্রুপ জানুক এবং প্রয়োজনে মানবতার সেবায় এগিয়ে আসুক। সমাজকে সুস্থ-সচেতন পথে গড়ে তুলতে আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ উদ্যোগে এলাকাবাসী গভীর সন্তোষ প্রকাশ করেছেন। অনেকে জানান, “শিক্ষার্থীদের এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধিতে বিরাট অবদান রাখবে।”
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।