চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনে নকল ঔষধ বিক্রির দায়ে বিক্রয় প্রতিনিধিকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। তবে এ প্রতারকের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নিয়ে থানা পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে জেলা ড্রাগ সুপার । এ নিয়ে চরফ্যাশনের ঔষধ ব্যাবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
ঔষধ ব্যবসায়ীরা জানান, ভারতীয় নকল ঔষধ ডেরোবিন ওয়েনমেন্টটি ভোলা সদর পৌরসভার ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে শরীফ হোসেন নামক এক ব্যক্তি চরফ্যাশনের বিভিন্ন ওষুধের দোকানে গত কয়েক মাস যাবত সরবরাহ করে আসছিল। রোগীরা ওয়েনমেন্টি ব্যবহার করে এর বিরূপ প্রভাব সম্পর্কে ফার্মাসিস্টদের জানালে তারা ওয়েনমেন্টি সম্পর্কে খোঁজ খবর নেয়। ফার্মাসিস্টরা জানান, তারা জানতে পারে ওয়েনমেন্টি নকল। এরপর থেকেই তারা শরীফকে খুঁজতে থাকে।
রবিবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন বাজারের চাউলপট্টির ফাতেমা মেডিকেল হলে ওয়েনমেন্টি বিক্রি করতে আসলে তারা শরীফকে আটক করে থানায় জানালে পুলিশ জব্দকৃত ঔষধসহ অভিযুক্ত শরীফকে থানায় নেয়। আইনগত ব্যবস্থা নিতে চরফ্যাশন থানা পুলিশ ভোলা জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাসকে জানান ।
সোমবার সকালে চরফ্যাশন আসেন জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস। তিনি প্রতারক শরীফের বিরুদ্ধে আইনি কোন ব্যবস্থা না নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা বলে তাকে ছাড়িয়ে নেন। এনিয়ে ফার্মাসিস্টদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলেন, প্রতারক এভাবে পার পেয়ে গেলে ভবিষ্যতে আরো বেশি প্রতারণা বেড়ে যাবে।
এ বিষয়ে অভিযুক্ত শরীফ হোসেন ফোন কল রিসিভ না করা তার বক্তব্য জানা যায় নি।
এ ব্যাপারে চরফ্যাশন থানার এসআই মনির খান জানান, আমরা জব্দ ঔষধসহ অভিযুক্তকে থানায় নিয়ে আসলে জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস ঔষধসহ অভিযুক্তকে ছাড়িয়ে তার জিম্মায় নেন।
জেলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস বলেন, পুলিশ বলেছে ড্রাগ আইনে মামলা করতে হবে। তাই থানা থেকে আমি ঔষধসহ অভিযুক্তকে নিয়ে এসেছি। হেড অফিসে আমরা ফরওয়ার্ডিং দিব। ডিজি স্যারের অনুমতি পেলে ড্রাগ কোর্টে মামলা করব। অভিযুক্ত কোথায় আছেন জানতে চাইলে- এ কর্মকর্তা বলেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।