মো, মাকছুদুর রহমান পাটোয়ারী।।
জুলাই সনদের আইনি ভিত্তি ও জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে দাবিতে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকাল ৫টায় দৌলতখান জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতখান পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেলিম চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের দৌলতখান উপজেলা আমির হাসান তারেক প্রমুখ। এসময় উপজেলা তারবিয়াত সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, উপজেলা মানবসম্পদ সম্পাদক আবুল কালাম আজাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।