এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
সংস্কৃতি প্রেমিকদের মিলনমেলায় আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিলেন ভোলার বোরহানউদ্দিনবাসী। শুক্রবার (২৬সেপ্টেম্বর) বোরহানউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব।
উৎসবের প্রধান আকর্ষণ ছিলেন দেশের প্রখ্যাত শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত আবৃত্তিকার শাহ কামাল, আজিজ সাইফুল্লাহসহ বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন প্রখ্যাত গীতিকার বিলাল হোসাইন নুরী, সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) নির্বাহী পরিচালক (সসাস) এইচ এম আবু মুসা, দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক ও দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক আযাদ আলাউদ্দীন, মাসিক ডাকটিকিট এর প্রধান সম্পাদক মুন্সী বোরহান মাহমুদ।
সভাপতিত্ব করেন দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আনোয়ার হোসাইন খান।
গান ও কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক সংগঠকরা বলেন, সংস্কৃতি একটি জাতির প্রতিচ্ছবি। সংস্কৃতিকে ভালোবাসা মানে মানবিকতা ও সৌন্দর্যকে ভালোবাসা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চায় অনুপ্রাণিত করবে।
সাংস্কৃতিক সন্ধ্যায় গান, আবৃত্তি, একক ও কোরাস পরিবেশনায় মাতোয়ারা হয়ে ওঠেন হাজারো দর্শক। পুরো ঈদগাহ ময়দান ভরে ওঠে সুরের ঝংকার ও সাংস্কৃতিক প্রেমিকদের উচ্ছ্বাসে।

উৎসবে দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠী, ভোলা সংস্কৃতি কেন্দ্র ও আল হেরা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে উপস্থিত হাজারো দর্শককে মুগ্ধ করেন।

ভোলার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক উৎসবে উপস্থিত দর্শকদের একাংশ
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।