শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে ‎পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎পিআর (Proportional Representation) পদ্ধতিসহ ৫দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদীতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার বাদ আছর গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হাজারো তাওহিদী জনতা অংশ নেন।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
‎তিনি বলেন—
‎“বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। আমরা দাবি জানাই অবিলম্বে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হলে দেশ ও জাতির অধিকার নিশ্চিত হবে।

‎তিনি আরও বলেন
‎“আমাদের ৫ দফা দাবি শুধু জামায়াতের নয়, বরং দেশের সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

‎বিশেষ অতিথির বক্তব্য

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আমীনুল ইসলাম খসরু।
‎তিনি বলেন—
‎“দেশ আজ এক সংকটময় সময়ে দাঁড়িয়ে আছে। জনগণ ভোটাধিকার হারিয়ে হতাশ। আমরা যে ৫ দফা দাবি উত্থাপন করেছি, এই দাবিগুলো দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের মুক্তির জন্য অপরিহার্য। সরকার যদি জনগণের কণ্ঠরোধ করে, তবে জনগণ রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করে নেবে।”

‎অন্যান্য অতিথিদের বক্তব্য সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যপক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য মাওলানা জাকির হোসেন, সহকারী সেক্রেটারী মো. রুহুল আমিন সবুজ, পৌর বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ারুল হক নিরু, ৬নং ওয়ার্ড আমির মোস্তফা আনোয়ারুল ইসলাম টিপু প্রমুখ।

‎এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামপন্থি তাওহিদী জনতা এবং জেলা-উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ হাজারো মুসলিম জনতা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *