শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ লতিফ হত্যা

মাইদুল ইসলাম শফিক বানারীপাড়া প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ লতিফ হাওলাদার (৫৫) আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।

জানাগেছে, ২৭সেপ্টেম্বর শনিবার বিকাল আনুমানিক ৫টার দিকে ঘটনাটি করফাকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে। ওই দিন বিকালে করফাকর স্কুলের সামনে আওয়ামী লীগ নেতা দেলোয়ার ঘরামী ও তার জামাতা তুহিনের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন আওয়ামী লীগের সন্ত্রাসী ও তারা আঃ লতিফকে মারধর করে। মারধরে আঃ লতিফ হাওলাদার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয় জনতা।সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান যে ঘটনা স্থলে দেলোয়ার ঘরামী ও তুহিনসহ আওয়ামীলীগের বেশ কয়েকজন সন্ত্রাসী উপস্থিত ছিল। বানারীপাড়ার থানার( ভারপ্রাপ্ত)ওসির দায়িত্বে থাকা ওসি (তদন্ত) শতদল মজুমদারের কাছে জানতে চাইলে তিনি জানান পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে এবং আমার টিম হত্যাকান্ডে জড়িতদের ধরতে কাজ করছে।

তিনি আরো জানান যারা এ ঘটনার সাথে জড়িত তারা বিন্দু ছাড় পাবে না এবং তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সঠিক বিচারের মুখোমুখি করতে পুলিশ যথাযথ ব্যবস্থা নিবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান। এ ঘটনায় বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যার পর বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা বলেন আওয়ামী লীগ আমাদের একজন নেতাকে হত্যা করেছে। তিনি আরো বলেন বানারীপাড়া-উজিরপুরের গণমানুষের নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু আইনের প্রতি আস্থা রেখে সবাইকে শান্ত থাকতে আহবান জানিয়েছেন এবং আগামী ২৪ঘন্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে বানারীপাড়ায় এক কঠোর কর্মসূচি দেয়া হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইদুল ইসলাম, বানারীপাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সজল দাস। বক্তৃতায় সবাই হত্যাকান্ডের সাথে জড়িতদের কঠিন বিচারের দাবি করেন।

এ ঘটনায় বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মোঃ আলাউল তাৎক্ষনিক বানারীপাড়ায় আসেন এবং নিহতের স্বজনদের আশ্বস্ত করে বলেন যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের ব্যবস্থা করা হবে।এছাড়াও তিনি এলাকার জনসাধারণকে শান্ত থাকার অনুরোধ করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *