নিজস্ব প্রতিবেদক ।।
`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‘ এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বরিশাল আউটার স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারবৃন্দসহ খেলোয়াড়দের অংশগ্রহণে উপজেলা ভিত্তিক খেলোয়াড়দের জার্সি ও টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।
ট্রফি উন্মোচন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। ৩০ সেপ্টেম্বর বেলা ২টা ৩০ মিনিটে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাকেরগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার উদ্বোধনী খেলা দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর পর্দা উন্মোচিত হবে।
বরিশাল জেলার ১০ টি উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশনসহ মোট ১১টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলায় একাধিক বিদেশী খেলোয়াড়ের অংশগ্রহণ থাকবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা ও রানার্স আপ দল পাবে ৫০ হাজার টাকা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।