হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমের নিষিদ্ধ কালীন সময়ে আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৯সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর সঞ্চালনায় আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্য ও জেলেদের সমস্যা ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সভায় মা ইলিশ রক্ষায় আইন বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
টাস্কফোর্স কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার তালুকদার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব আল আজাদ জনি, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, হিজলা থানা তদন্ত (ওসি) জাহিদুল ইসলাম, কোস্টগার্ডের সি সি,নৌ পুলিশের এসআই, জাতীয় মৎস্য সমিতির হিজলা উপজেলার আহ্বায়ক শাজাহান রেজা, সদস্য সচিব সোলাইমান জমাদার, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা গেছে, মা ইলিশ রক্ষায় এবার ৪অক্টোবর মধ্যরাত থেকে ২৫অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে। অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী অংশগ্রহণ করবে। এসময় নদীতে ইলিশ সহ সকল প্রকার মাছ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।