শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরগুনায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী ও প্রেমিক গ্রেফতার

মনজুর মোর্শেদ তুহিন পটুয়াখালী প্রতিনিধি।।

বরগুনার তালতলীতে পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় স্বামীকে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে পলাতক স্ত্রী ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী এবং র‌্যাব-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি যৌথ অভিযানে গত সোমবার (২৯সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মোসাঃ আকলিমা বেগম (৩২) ও পটুয়াখালীর কলাপাড়া শান্তিপুর এলাকা থেকে তার কথিত প্রেমিক মোঃ নেছার (৩৭) কে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা গ্রামের নাজিম উদ্দিন হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ (প্রয়াত) প্রায় তিন বছর আগে আকলিমা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। আকলিমা স্বামীর কাছে ৩৬শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার দাবি করলে মাসুম তা প্রত্যাখ্যান করেন।

এ নিয়ে বিরোধের একপর্যায়ে গত বছরের ২০আগস্ট স্ত্রী আকলিমা বেগম স্বামী মাসুমকে ডেকে বাড়িতে নিয়ে যায়। সুকৌশলে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে পান করালে তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে মাসুম স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যকে ফোনে ঘটনার বিস্তারিত জানান। পরে তাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন গভীর রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের বড় ভাই গোলাম কবির বাদী হয়ে আকলিমা বেগমকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে তালতলী থানায় হত্যা মামলা (মামলা নং-১৭, তারিখ ২২/০৮/২০২৪, ধারা ৩০২/৩৪) দায়ের করেন।

গ্রেফতার হওয়া আকলিমা বেগম ও তার প্রেমিক নেছারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *