শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভোলায় পাওনা আদায়ে ব্যবসায়ী দম্পতির ওপর সন্ত্রাসী হামলা

ভোলা জেলা প্রতিনিধি।।

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মোঃ হাসান মাতাব্বর (৪৮) ও তাঁর স্ত্রী ফারজানা আক্তারের ওপর পরিকল্পিত হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত “মাতাব্বর ট্রেডার্স” কম্পিউটার ও ইলেকট্রনিক্স দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোঃ হাসান মাতাব্বর বলেন, তিনি দীর্ঘদিন ধরে আনোয়ার নামের (৩ নং আসামি) এক ব্যক্তির সঙ্গে ব্যবসা করছিলেন। ব্যবসার সময় আনোয়ারের কাছে তাঁর ৮লাখ ৫০হাজার টাকা পাওনা হয়। পাওনা টাকা চাইলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময়ে হুমকি দেন। এ বিষয়ে গত ৯সেপ্টেম্বর তিনি ভোলা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (নং ৪৪৫) করেন।

হাসান মাতাব্বর অভিযোগ করেন, মঙ্গলবার রাতে আনোয়ারের নেতৃত্বে ৮ জন ও অজ্ঞাতনামা কয়েকজন এসএস পাইপ ও লাঠি নিয়ে দোকানে প্রবেশ করে প্রথমে গালাগালি ও পরে এলোপাতাড়ি মারধর করে। এসময় তাঁর গলার বাম পাশে এসএস পাইপের আঘাতে হাড়ভাঙা জখম হয়, ডান বুকে ও পেটে আঘাত লাগে এবং হাঁটুর নিচে লাঠির আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্ত্রী ফারজানা আক্তার তাঁকে বাঁচাতে গেলে তাকেও কিলঘুষি মেরে আহত করা হয় এবং ৫ নং আসামি তাঁর শ্লীলতাহানি ঘটায়।

ভুক্তভোগীর দাবি, এসময় তাঁর ট্রাউজারের পকেট থেকে ৮০ হাজার টাকা, স্ত্রীর গলা থেকে ১ভরি ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১লাখ ৯১হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয় এবং দোকানের মালামাল ভাঙচুর করে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি সাধন করা হয়।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। আহত হাসান মাতাব্বরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর স্ত্রী স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় মোঃ হাসান মাতাব্বর ৮জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ (এজাহার) দাখিল করেছেন।

অভিযুক্ত আনোয়ার খান সাংবাদিকদের বলেন, “আমি হাসানের সঙ্গে ব্যবসা করেছিলাম। সে আমার ব্যবসার টাকা মেরে দিয়েছে। আমি টাকা চাইতে গেলে সে আমাকে গালাগালি করে। আমি টাকা বা স্বর্ণ নেইনি, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।”

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *