বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পিরোজপুরে ইসলামী আন্দোলনের সমাবেশ : জুলাই যোদ্ধাদের ক্ষোভ

পিরজপুর প্রতিনিধি।।

‎সোমবার (২৯সেপ্টেম্বর) বিকাল ৫টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশ প্রধান অতিথির হিশেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

‎এ সময় সমাবেশের মঞ্চ  করা হয়২৪ জুলাই স্মৃতিস্তম্ভ কে পিছনে  রেখে, এছাড়াও পাশেই ৫২ভাষা আন্দলনের শহীদ মিনারের সাথে টানানো হয় দলীয় ব্যানার অনেকে আবার জুতা পায় দিয়ে ‎উঠে পড়েন শহীদ মিনারে। এতে খোভ প্রকাশ করেছেন পিরোজপুরে জুলাই যোদ্ধারাও আন্দোলনকারীরা।

‎পিরোজপুরে জুলাই আন্দোলনের সম্মুখ শারির আন্দোলনকারী আফরোজা তুলি বলেন : বাংলাদেশ অধিকাংশ রাজনৈতিক দল ই জুলাই আন্দোলনের মাধ্যমে তাদের রাজনৈতিক অধিকারকে ফিরে পেয়েছে কিন্তু এখন  তা অনেকেই অস্বীকার করছে,আমরা বেঁচে থাকতে জুলাইয়ের প্রতি কোন ধরনের কোন বিদ্বেষ কোনভাবেই মেনে নিব না, জুলাই স্মৃতিস্তম্ভকে পিছনে রেখে এভাবে  সমাবেশ করা জুলাই আন্দোলনের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ নয়।

‎পিরোজপুর জুলাই যোদ্ধা সংসদের  সাবেক আহবায়ক কাজী আবু হানিফ বলেন :আমি নিজে ওখানে উপস্থিত ছিলাম তখন  খেয়াল করতে পারি নাই পরে আমি শুনেছি যে তারা জুলাই স্মৃতিস্তম্ভ কে পিছনে রেখে মঞ্চ করেছেন এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না প্রশাসনের উচিত অন্য কেহ ‎জুলাইয়ের কোন বিষয় অপমান করতে না পারে এ বিষয়ে খেয়াল রাখা।

‎পিরোজপুরের জুলাই যোদ্ধা  তাহমীদ আল নাসীব বলেন, :জুলাই স্মৃতিস্তম্ভ কে পিছনে রেখে এভাবে সমাবেশ করা কোন দলের কাছেই কাম্য নয়, যারা করেছে তাদের কাছে আমার প্রশ্ন এটা কতটা যৌক্তিক। আমরা এরপর থেকে এ বিষয়গুলো খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি।

‎‎এ বিষয়ে  ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার  সেক্রেটারি, মো: মনিরুল ইসলাম বলেন, আমরা যখন অনুমতি নিয়েছি তখন ওখানে কোন স্মৃতিস্তম্ভ ছিল না পরে
‎ওখানে স্মৃতিস্তম্ভ করা হয়েছে। তবে জুলাই আন্দোলনের প্রতি আমাদের সম্মান আছে,
‎আর শহীদ মিনারের সাথে কে বা কার প্রোগ্রামের সময় ব্যানার টানিয়েছে তা আমরা বলতে পারি না আমার চোখে পড়ে নাই পড়লে অবশ্যই সরিয়ে ফেলতাম।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *