নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরী ও সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ। ৩০ সেপ্টেম্বর রাতে নগরীর কালীবাড়ি ও হাসপাতাল রোডের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ বিএনপি নেতৃবৃন্দ।
ভাটিখানা পূজামন্দির ও শংকর মঠ পরিদর্শন করেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।
বরিশাল সদর উপজেলার চরমোনাই ও চরবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জেলা জাসাসের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর, বিএনপি নেতা নুরুল আমিন, জিয়াউল আহসান সাবু ও যুবদল সভাপতি মামুন রেজা খান সহ অন্যরা।
এসময় বিএনপি নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শারদীয় শুভেচ্ছা জানান এবং তাদের সার্বিক খোঁজ নেন। ##
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।