শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

লুণ্ঠনকারী, হত্যাকারী ও ধর্ষণকারীদের কর্মকাণ্ড জনগণ প্রতাখ্যান করেছে :মোস্তাফিজ

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, যারা অতীতের আত্মত্যাগ ভুলে গেছে তারাই আজ লুটতরাজে জড়িয়ে পড়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব, মসজিদ-মাদরাসা ও আলেম-ওলামাদের ইজ্জত রক্ষায় অপশক্তিকে প্রতিহত করার কোন বিকল্প নেই। সুখী, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হাতপাখায় ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ডালবুগঞ্জ ইউনিয়নের বুধবাড়িয়া বাজারসংলগ্ন একটি স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লুণ্ঠনকারী, হত্যাকারী ও ধর্ষণকারীদের কর্মকাণ্ড জনগণ প্রতাখ্যান করেছে। শ্রীলঙ্কায় স্বৈরশাসন হটাতে তরুণদের ভূমিকা যেমন ছিল গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশেও তরুণদের আন্দোলনের ফলেই বিএনপির নেতাকর্মীরা মামলা থেকে মুক্তি পেয়েছে এবং বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়েছেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিপুর থানার ধূলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আ. রহিম, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েতউল্লাহ জেহাদী। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ডালবুগঞ্জ ইউনিয়নের সভাপতি আব্দুর রব হাওলাদার।

আরো পড়ুন

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন ও তার ভাই-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পটুয়াখালী প্রতিনিধি হত্যা মামলায় কারাবন্দি পটুয়াখালী পৌরসভার আলোচিত সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ, তার বড় ভাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *