বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

অপরাধ দমনে বোরহানউদ্দিনে প্রশাসনের অভিযান: মাদকসহ তিনজনকে দণ্ড

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ রায়হানুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক আজ সোমবার (০৬ অক্টোবর ২০২৫) আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে বোরহানউদ্দিন পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি সংলগ্ন এলাকা থেকে মোঃ কামাল (৪৫), পিতা-মৃত মমতাজ, এবং মোঃ নাছির (৪০), পিতা-মোঃ শাহজাহান—এই দুইজনকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোঃ কামালকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ড, এবং মোঃ নাছিরকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এছাড়া ফুল কাচিয়া এলাকা থেকে মোঃ সিরাজ (৪১), পিতা-মোঃ জাহাঙ্গীর নামের আরও এক ব্যক্তিকে গাঁজা সেবনের অপরাধে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *