এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ রায়হানুজ্জামান স্যারের নির্দেশনা মোতাবেক আজ সোমবার (০৬ অক্টোবর ২০২৫) আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানকালে বোরহানউদ্দিন পৌরসভার ০৪ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ি সংলগ্ন এলাকা থেকে মোঃ কামাল (৪৫), পিতা-মৃত মমতাজ, এবং মোঃ নাছির (৪০), পিতা-মোঃ শাহজাহান—এই দুইজনকে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোঃ কামালকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত) টাকা অর্থদণ্ড, এবং মোঃ নাছিরকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এছাড়া ফুল কাচিয়া এলাকা থেকে মোঃ সিরাজ (৪১), পিতা-মোঃ জাহাঙ্গীর নামের আরও এক ব্যক্তিকে গাঁজা সেবনের অপরাধে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনসাধারণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।