শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের যাদুয়া তালুকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন নদীভাঙন এলাকা শনিবার (১৬আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজীরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।

পরিদর্শনকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। উল্লেখ্য, ইতোমধ্যে উক্ত এলাকার বহু বাড়িঘর ও ফসলি জমি ভাঙনের কবলে পড়ে তেতুলিয়া নদীর গর্ভে বিলীন হয়েছে। এমনকি তালুকদার বাড়ি জামে মসজিদের মাঠও নদীগর্ভে চলে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

অধ্যাপক আবদুল জব্বার নদীভাঙনের ভয়াবহতা প্রত্যক্ষ করার পর উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে এ ভাঙন থেকে রক্ষার জন্য দোয়া-মোনাজাত করেন। তিনি বলেন, নদীভাঙন আজ শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও ধর্মীয় প্রতিষ্ঠানকেও বিলীন করে দিচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান একান্তই জরুরি। জামায়াতে ইসলামী জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে অঙ্গীকারবদ্ধ। আমরা ইতিমধ্যে এই এলাকায় নদী ভাঙ্গন রোধে সাধ্যমত সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ নির্বাচনে দায়িত্ব পেলে নদীভাঙন রোধে পরিকল্পিত উদ্যোগ নেয়া হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ উলানিয়া ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক তালুকদার, জামায়াতের বরিশাল জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার ইমরান হোসেন ও মাস্টার আমজাদ হোসেন, চাঁনপুর ইউনিয়ন আমীর ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, দক্ষিণ উলানিয়া ইউনিয়ন আমীর কাজী মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, বর্তমানে ভাঙনরোধে স্বল্প পরিসরে জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে তা যথেষ্ট নয়। তারা মনে করছেন, কেবল সাময়িক কাজের মাধ্যমে কোনো সুফল আসবে না; বরং নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রয়োজন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *