বিশেষ প্রতিবেদক।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এগারোতম গ্রেড, পদোন্নতি ও টাইমস্কেল পূনর্বহালের লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশ সম্পন্ন করতে ভোলার তজুমদ্দিনে শিক্ষক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৩০আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে। শিক্ষকরা দীর্ঘদিন যাবত বিভিন্ন দাবী নিয়ে এর আগে আন্দোলন করে আসছিলেন।
বুধবার ২৭আগস্ট তজুমদ্দিনের খাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় মহাসমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভার আয়োজন করেন।
আয়োজিত প্রস্তুতি সভায় বক্তারা বলেন,রাজা আসে রাজা যায় কিন্তু প্রাথমিক শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়না। যে বেতন আমরা পাই তা বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরো বলেন,প্রধান শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা আর সহকারি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা একই কিন্তু বেতনের ক্ষেত্রে অনেক তফাৎ।
সভায় বক্তব্য রাখেন,অনুষ্ঠানের উপদেষ্টা মন্ডলির পক্ষ থেকে বক্তব্য রাখেন মো:আমিনুর রহমান ও শরীফ মোহাম্মদ রফিকুল্লাহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মোঃ নুরনবী,আদর্শ শিক্ষক পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ মোতাহার হোসেন ও আব্বাসউদ্দিন।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ এর সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ও এরশাদ সোহেল প্রমূখ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।