মোহাম্মদ ইউসুফ।।
ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের উদ্যোগে গাজীপুরে বসবাসরত মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর জেলার সফিপুরে ঢাকা আইডিয়াল পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা ছগির বিন সাঈদ।
সঞ্চালনা করেন ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা সেক্রেটারী মোহাম্মদ শফি উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আবদুল জলিল আকন, বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মুজাহিদুল ইসলাম ও হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মাওলানা শামসুদ্দিন, ডা. এনামুল হাসান, শওকত হোসেন ফরহাদ ও মোঃ জাহিুদল ইসলাম প্রমুখ।
এছাড়াও গাজীপুরে বসবাসরত মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।