এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।
উপজেলার নাচনমহল ইউনিয়নের হাড়দল গ্রামে কবির নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘরের দরজা না খুললে সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে কবিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, কবির ছিলেন শান্ত-স্বভাবের যুবক। তার এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।