নিয়ামুর রশিদ শিহাব
হাইকোর্টের দেওয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের সিদ্ধান্তে প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ১লা জুলাই আন্দোলনের সূচনা করেছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দিন মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তাল ছিল ক্যাম্পাস। কোটা বাতিল সহ ৪ দফা দাবি জানিয়েছিল শিক্ষার্থীরা। ৪ দফা দাবিগুলো ছিল- ১) ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধা-ভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে ২) ১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রæত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত) ৩) সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শুন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে ৪) দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধা-ভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
১লা জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছিল শিক্ষার্থীরা।
১লা জুলাই কোটা বাতিল করে বৈষম্যহীন সমাজ গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, ভিসি চত্বর ও টিএসসি হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। এ সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা গান দিতে থাকে। সমাবেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছিল নাহিদ ইসলাম।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলসহ চার দফা দাবিতে সমাবেশ করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ববির প্রধান গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। পরে মহাসড়কে এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল।
এদিকে একই দিন বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে এসে কিছুক্ষণ অবস্থান করেছিল। এরপর বাহাদুর শাহ পার্ক হয়ে প্রতিবাদ মিছিলটি রায়সাহেব, বাজার মোড়, তাঁতীবাজার মোড় প্রদক্ষিণ করে এসে পুনরায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেয়। পরে বিশ্ববিদ্যালয় ভাষাশহিদ রফিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করেছিল তারা।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।