চরফ্যাশন প্রতিনিধি।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০টাকা বৃদ্ধির পরিপত্র প্রতাখ্যান করেছে শিক্ষকরা। প্রতিবাদে চরফ্যাশন সদরে বিক্ষোভ করেছেন উপজেলার সর্বস্তরের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
মঙ্গলবার (৭অক্টোবর) সকাল ১০টায় এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম চরফ্যাশন উপজেলার যৌথ উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
থানা রোডস্থ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদ ও সদর রোড প্রদক্ষিণ করে ফ্যাশন স্কয়ারের শহিদ মিনারের সামনে শিক্ষকরা প্রতিবাদ সমাবেশে মিলিত হন।
জনতাবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক -কর্মচারী ফোরামের সভাপতি মোহাদ্দিস মাওলানা কামাল হোসেন, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন সোহাগ, মাধ্যমিক স্কুল শিক্ষক নেতা টিপু মালতিয়া ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল শিক্ষক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াহিয়া মনির প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ২০শতাংশ হারে প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে শিক্ষকদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই নির্ধারিত ৫০০টাকা বাড়িয়ে পরিপত্র জারি করা হয়। এধরনের কর্মকাণ্ড স্রেফ শিক্ষক সমাজের সাথে প্রহসন। আমরা সরকারের প্রহসনমূলক পরিপত্র প্রত্যাখ্যান করলাম। দাবীকৃত বাড়ি ভাড়া বৃদ্ধি করা না হলে ভবিষ্যতেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও সমাবেশে ঘোষণা দেন শিক্ষক নেতারা।
উল্লেখ্য, গত ৩০সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ৫০০টাকা বৃদ্ধি সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। ভাড়া বৃদ্ধির পরিপত্র গত রবিবার (৫অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসা. শরীফুন্নেসা এতে স্বাক্ষর করেছেন। পরিপত্রে বলা হয়েছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে ১হাজার হাজার টাকা হতে বৃদ্ধি করে ১হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হলো।
শর্তে বলা হয়েছে, ‘এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে; এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে ভাতা কার্যকর হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।