শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: গৌরনদীতে র‍্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা

‎সোলায়মান তুহিনগৌরনদী প্রতিনিধি।।

‎বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ এবং প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে গৌরনদীতে পালিত হলো ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। কারিতাস বরিশাল আঞ্চলিক অফিসের উদ্যোগে এ বছর দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​মঙ্গলবার সকালে কারিতাস গৌরনদী কার্যালয় থেকে একটি র‍্যালীবের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কারিতাস মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালীতে প্রবীণ ব্যক্তিরা, কারিতাসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্তরের নাগরিকেরা অংশ নেন।

‎​পরে কারিতাস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারী।

‎এ বছর আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ছিল, “এক দিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্বে তোমাকে রাখবো আগলে”।

‎​আলোচনা সভায় প্রবীণদের অধিকার, সমাজে তাঁদের অবদান এবং যত্নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

‎আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, সুধীর কুমার, প্রবীণ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সমাজসেবা অফিসের সহকারী মোঃ শরিফুল ইসলাম, কারিতাস কর্মকর্তা সুনীল চন্দ্র মল্লিক, এবং মিস্টার পল রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎​বক্তারা প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে উৎসাহিত করার এবং তাঁদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
‎​
‎​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ গৌরনদী ক্যাথলিক চার্চ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সবুজ পরিবেশ সৃষ্টি এবং প্রকৃতির প্রতি প্রবীণদের ভালোবাসা থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

‎​কারিতাস বরিশাল আঞ্চলিক অফিসের এই আয়োজন প্রবীণদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের সমাজে সক্রিয় রাখার বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *