শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নলছিটিতে গবাদিপশুর তড়কা রোগ প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।।

ঝালকাঠির নলছিটিতে গবাদিপশুর তড়কা রোগ প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ তারিখে নলছিটি গোছরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ক্যাম্পেইনটির আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, নলছিটি, ঝালকাঠি।

এ সময় উপস্থিত ছিলেন ড. আবু সালেম মোহাম্মদ ইফাত ইশতিয়াক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডা. সুব্রত সিকদার, ভেটেনারি সার্জন, মো. মনোয়ার হোসেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা।

তারা নিজ হাতে গবাদিপশুদের টিকা প্রদান করেন এবং স্থানীয় কৃষক ও পশুপালকদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।

কর্মসূচির উদ্দেশ্য ছিল তড়কা রোগসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ করে গবাদিপশু রক্ষা ও স্থানীয় কৃষকদের আর্থিক ক্ষতি কমানো।

অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত এমন ক্যাম্প আয়োজন করলে পশুসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরা উপকৃত হবেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *