শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দৌলতখানের পত্রিকা বিক্রেতাকে বাড়ি যাওয়ার পথে বাধা দিচ্ছে প্রবাসী পরিবার

দৌলতখান প্রতিনিধি।।

ভোলার দৌলতখানে জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রেতার বাড়ি ঢোকার পথে বাধা এমনকি হুমকি ধামকি দিয়ে যাচ্ছে একই বাড়ির প্রভাবশালী প্রবাসী পরিবার। জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রবাসী পরিবার ওই পথ ব্যবহার করার জন্য ২লাখ টাকা দাবি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৮নং ওয়ার্ড গুপ্তমুন্সি ফেতু কবিরাজ বাড়িতে।

জানা যায়, ফেতু কবিরাজ পরিবার বাড়িতে ঢোকার পথের ওই জায়গাটি সম্মিলিতভাবে পূর্ব পুরুষ মান্ধাতার আমল থেকেই ব্যবহার করে আসছেন। বাড়িতে ঢোকার পথে বাধা দেয়া ও জমাজমির বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস মীমাংসার মাধ্যমে ফায়সালা করলেও তারা তা মানছে না।

পত্রিকা বিক্রেতা রিয়াজ জানায়, আমাকে প্রতিনিয়ত বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে প্রবাসী প্রভাবশালী ইসমাইলের পরিবার। বাড়ি ঢোকার পথ রোধ করে প্রবাসী ইসমাইলের স্ত্রী লিমা বেগম, স্বপন মাতব্বর স্ত্রী নুরনাহারসহ ৮থেকে ১০জন দা বডি ও লাঠিসোঁটা নিয়ে পথ রোধ করে।

বাড়ি ঢোকার পথের জমির মালিক দাবি করে তারা বাড়ির সীমানার পথ বন্ধ করে বাউন্ডারি দিয়েছে। আমাদেরকে বাড়িতে ঢুকতে দেয়ালের বাহিরের পথও ব্যবহার করতে দিচ্ছে না তারা।

বিগত তিন বছর ধরে জমাজমির বিরোধে বাড়িতে ঢোকার পথকে কেন্দ্র করে তারা ইতো পূর্বে আমার মা জোসনা বেগম, মামি কুলসুম বেগম এবং জান্নাত বেগমকেও কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় আমাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ি প্রবেশের পথে বাউন্ডারির কাজ বন্ধ রাখতে বললেও তারা তা উপেক্ষা করে বাউন্ডারি দিয়েছে।

আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য পরিকল্পিতভাবে তারা নতুন নতুন ফন্দি করছে। প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে মামলার করার হুমকি দিয়ে আসছেন তারা।

এ ব্যাপারে প্রবাসী ইসমাইলের স্ত্রী লিমা বেগমের মোবাইল নম্বর না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা যায়নি।
স্থানীয় বিএনপি নেতা আবদুল মালেক জানান, সালিশ মীমাংসার সিদ্ধান্তে প্রবাসী ইসমাইলের সীমানায় দেয়াল দেয়া হয়েছে। বাউন্ডারীর বাহিরে যাতায়াতের পথে বাধা দেয়ার কথা না, বিষয়টি আমার জানা নেই।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *