শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পিরোজপুরে বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া, বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।। 

পিরোজপুরে শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার (২০জুন) জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ‎মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বড় মসজিদ মোড়ে এসে এক পথসভায় মিলিত হয়। এতে স্থানীয় ইমাম, মসজিদের মুয়াজ্জিন, আলেম সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ পরিপন্থী লটারির নামে জুয়া একটি সামাজিক ব্যাধি। মেলার নামে এমন কর্মকাণ্ড বন্ধ না হলে যুবসমাজ বিপথে যাবে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবিলম্বে এ ধরনের জুয়া বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

‎বক্তারা আরও বলেন, ধর্মের প্রতি শ্রদ্ধা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মেলায় লটারির নামে যে জুয়া চলছে, তা আইনিভাবেই নিষিদ্ধ করা উচিত। সমাবেশ শেষে মুসল্লিরা জেলা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *