শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কুয়াকাটায় ২দিনব্যাপী শিক্ষক মিলনমেলা

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।।

সমুদ্রবেষ্টিত পর্যটন নগরী কুয়াকাটার মনোরম বালুকাবেলায় দুই দিনব্যাপী ‘শিক্ষক মিলনমেলা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। “জ্ঞান, সৌহার্দ্য ও বিনোদনের এক অনন্য আয়োজন” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১০অক্টোবর) বিকেল ৫টায় কুয়াকাটার একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

আগামী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে মিলনমেলার মূল কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে ডায়নামিক টিচার্স অব সেকেন্ডারি এডুকেশন, বরিশাল বিভাগ। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ রায়হান কাওছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল (যুগ্ম সচিব) মোঃ আহসান হাবিব, জেলা প্রশাসক, বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক, পটুয়াখালী ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশালের সহযোগী অধ্যাপক মোঃ আবদুর রহিম।

আলোচক হিসেবে অংশ নেন জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী মুহাম্মদ মজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার, ঝালকাঠি মোহাম্মদ আব্দুল জব্বার।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে শিক্ষকদের জ্ঞান, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করাই সময়ের দাবি। তারা বলেন, মাধ্যমিক শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে হলে শিক্ষক সমাজকেই হতে হবে পরিবর্তনের অগ্রদূত।

দুই দিনব্যাপী এ আয়োজনে বরিশাল বিভাগের ছয় জেলার তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *