লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহনে রিকসার সিটে ফেলে যাওয়া মহিলা যাত্রির দুই লক্ষ টাকা ফেরত দিলো চালক। বুধবার এভাবে ফেলে যাওয়া টাকা বৃহস্পতিবার ফেরত দেয় রিকশাচালক সোহাগ।
সোহাগের বাড়ি লালমোহন ইউনিয়নের ৭নং ওয়ার্ড পেশকার হাওলা গ্রামে। এব্যাপারে লালমোহন সদর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওঃ আজিম উদ্দিন খান বলেন, তাঁর এ ধরনের আন্তরিক উদারতা ও মানবিকতার প্রশংসা করি।
তার মত সততা যদি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ দেখাতে পারতো তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিনত হতো।আমরা এ সকল সোহাগদের পেশা যাই হোক তাদেরকে সেল্যুট জানাই। জানা যায় বর্নালী সড়কের বাসিন্দা মহিলা যাত্রী ব্যাগ ভর্তি দুই লাখ টাকা নিয়ে সাদাপুল এলাকা থেকে বর্নালী সড়ক আসে। রিকশা থেকে নামার সময় টাকার ব্যাগটি রিকসায় রেখে নেমে যায়।
পরে রিকশাচালক সোহাগ বাজারে এসে দেখে রিকশায় একটি ব্যাগ। যাতে একহাজার টাকার অনেক নোট রয়েছে। পরে ব্যাগটি নিয়ে বাড়িতে রেখে দেয়। একদিন পর লাঙ্গলখালী বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন মহাজনের মাধ্যমে টাকার ব্যাগটি প্রকৃত মালিক মহিলাকে ফেরত দেন। এতে মহিলা ও তার পরিবার ভীষণ খুসি হয়ে চালক সোহাগের সততার প্রশংসা করেন। টাকা ফেরত দিতে পেরে চালক সোহাগ নিজেও ভীষণ আনন্দ পান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।