শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতৃবৃন্দ

মোহাম্মদ ইউসুফ নিজস্ব প্রতিবেদক।।

হিজলা উপজেলার ছয়গাও বাজারে সাম্প্রতিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫জন ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

বৃহস্পতিবার (৯অক্টোবর) হিজলা উপজেলার ছয়গাও বাজারে ক্ষতিগ্রস্থদের নিকট মাওলানা আবদুল জব্বারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ‍নিয়ে উপস্থিত হন জামায়াত নেতৃবৃন্দ।

হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ গুলজার আলমের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হরিনাথপুর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো: মোজাম্মেল হক ভুইয়া ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, ছয়গাও সাংগঠনিক ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আলী আহমাদ ও সেক্রেটারি মাষ্টার মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যাযের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, মানবিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দ্বীনি ও সামাজিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব করা এবং তাদের পুনর্বাসনে সহায়তা করা আমাদের নৈতিক কর্তব্য। জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃসময় তাদের পাশে থেকেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *