বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

উপজেলা নির্বাচনে বোরহানউদ্দিন জামায়াতের তিন প্রার্থী চূড়ান্ত

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর তিন প্রার্থী চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে জনশক্তির মতামতের আলোকে ১০অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মুফতি মাওলানা মোঃ শফিউল্লাহ, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী মোসাম্মৎ লাইজু বেগম। দলীয় সিদ্ধান্তের আলোকে প্রার্থীরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।

গঙ্গাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোঃ জামাল উদ্দিন জানান, আমাদের প্রার্থীরা কেবল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নন, তারা ন্যায় ও ইনসাফের আদর্শ বাস্তবায়নের দূত। তাদের লক্ষ্য সমাজে ঐক্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ন্যায় ও ইনসাফের মানদণ্ডকে কেন্দ্র করে সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করবেন এবং উন্নয়নমুখী ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *