লালমোহন প্রতিনিধি।।
লালমোহন-তজুমউদ্দিন নাগরিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আব্দুর রহমান খোকার পক্ষ থেকে লালমোহনের দুই ইউনিয়নে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার ফোরামের প্রধান সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকার পক্ষ থেকে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ও রমাগঞ্জ ইউনিয়নে এসব সামগ্রী বিতরণ করেন।

এসব সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত বলেন, লালমোহনের প্রতিটি ইউনিয়নে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার পরিবেশ করতে হবে।
মাদকমুক্ত লালমোহন গড়তে হলে উঠতি বয়সের শিক্ষার্থীদের খেলায় আকৃষ্ট করতে সুদূর লন্ডন থেকে নিজ এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে ব্যারিস্টার আব্দুর রহমান খোকা এই উদ্যোগ নিয়েছেন।
তিনি ধারাবাহিক ভাবে সব ইউনিয়নে এই কার্যক্রম ছড়িয়ে দিতে চান। এসময় ফোরামের উপদেষ্টা সদস্য মাষ্টার ইলিয়াস, শাকিল আহমেদ পলাশ, মাকসুদুর রহমান, মিজানুর রহমান, ইমরান ফরাজি, সিফাত আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।