পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে তানজিমুল উম্মাহ গার্লস এন্ড প্রি-হিফজ মাদ্রাসার উদ্যোগে সোমবার (১৭ নভেম্বর) তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সবক প্রদান অনুষ্ঠান। পবিত্র কুরআনের ‘‘আমি তো কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?” মহবাণীকে সামনে রেখে এ অনুষ্ঠানে সবক সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শাখা প্রধান মাওলানা আব্দুল হাদী, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, হিফজ বিভাগ কো-অর্ডিনেটর মোঃ লোকমান হোসাইন, হাফেজ আব্দুল হক, রিয়াজ সরদার এবং নুসরাত জাহান মিম।
বক্তারা বলেন, পবিত্র কোরআন মুখস্ত করা মুসলমানের জীবনে এক মহৎ, তাৎপর্যময় ও পবিত্র দায়িত্ব। নতুন প্রজন্মকে নৈতিক, মূল্যবোধসম্পন্ন ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করতে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা নিরন্তর কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠানে মোট ১৩৭টি পুরস্কার বিতরণ করা হয়।
বক্তব্যে তারা ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রেরণামূলক কর্মসূচি ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের মনোবল আরও দৃঢ় করতে উৎসাহ প্রদান করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।