শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

স্বচ্ছতা নিশ্চিতে অনন্য উদ্যোগ: বোরহানউদ্দিনে জেলেদের ভিজিএফ তালিকা প্রকাশ্যে

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

২০২৫-২৬ অর্থবছরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের খাদ্য সহায়তা (ভিজিএফ) বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে তালিকাভুক্ত জেলেদের নাম প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে, যাতে যে কেউ সহজেই দেখতে পারেন কে তালিকায় আছেন আর কে বাদ পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, পক্ষিয়া, গংগাপুর, টবগীসহ বেশ কয়েকটি ইউনিয়নে এই তালিকা ইতোমধ্যে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগের ফলে আগের মতো ভিড়, তালিকা জটিলতা বা হয়রানির আশঙ্কা অনেক কমে গেছে।

টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার জানান,

“উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান স্যারের নির্দেশে আমরা প্রথমবারের মতো জেলেদের তালিকা প্রকাশ্যে টানিয়ে দিয়েছি। এতে ভিড় ও হয়রানি রোধে সুবিধা হয়েছে এবং সবাই নির্ভয়ে তথ্য জানতে পারছেন।”

জেলেদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপায়ে প্রকৃত জেলেরাই সরকারি সহায়তা পাচ্ছেন। তারা উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিন মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে।

এ বছর বোরহানউদ্দিন উপজেলার মোট ১৯,৩৫০ জেলে পরিবারের জন্য পরিবারপ্রতি ২৫ কেজি হারে ৪৮৩.৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

তালিকাভুক্ত পরিবারগুলোর মধ্যে পৌরসভা ৮০০, গংগাপুর ২৫২০, সাচড়া ১৪৬০, দেউলা ৮০০, কাচিয়া ১৬৭০, হাসাননগর ২৮৭০, টবগী ২৫৬০, পক্ষিয়া ১৮৭০, বড়মানিকা ৩৪৫০ এবং কুতুবা ইউনিয়নে ১৭৫০ জেলে রয়েছেন।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের এই উদ্যোগ স্বচ্ছ প্রশাসন ও মানবিক সহায়তার এক দৃষ্টান্ত হিসেবে স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *