শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন

‎‎​সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

“সমন্বিত উদ্বোগ, প্রতিরোধ করি দুর্যোগ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে গৌরনদী উপজেলা পরিষদ ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

‎​সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

‎​উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন, সিনিয়র সাংবাদিক গিয়াসউদ্দিন মিয়া এবং বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

‎​সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকির কথা তুলে ধরেন। তারা বলেন, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবেলায় কার্যকর প্রস্তুতি গ্রহণের কোনো বিকল্প নেই। বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বিত উদ্যোগে দুর্যোগের সম্ভাব্য ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়াও, দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।


‎​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সাংবাদিক সোলায়মান তুহিন, এ এস মামুন প্রমুখ। ​অনুষ্ঠানটি অত্যন্ত সঞ্চালনা করেন মহিলা সংস্থার কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *