বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে চরম হয়রানির শিকার একটি পরিবার

বরগুনা জেলা প্রতিনিধি : মইনুল আবেদিন খান,

বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালি গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রায় তিন যুগ ধরে চলমান পারিবারিক দ্বন্দ্ব ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোসাঃ আসমা বেগম নামে এক নারী। শনিবার বিকেল চারটায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আসমা বেগম জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে তার স্বামী মোঃ ইউসুফ হাওলাদার ও পরিবারের সদস্যরা বড় ভাই মোঃ মজিবর হাওলাদারসহ কয়েকজনের হাতে নির্যাতন, হুমকি, ভয়ভীতি ও অপমানজনক আচরণের শিকার হয়ে আসছেন। বারবার সালিশ-মীমাংসা হলেও তারা তা না মেনে তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের বসতবাড়ি দখলের চেষ্টা, বসতবাড়ির গাছ কেটে নেওয়া, মাটি খুঁড়ে নেওয়া, ঘর নির্মাণে বাধা সৃষ্টি এবং নানা কৌশলে হয়রানি করা হচ্ছে। একাধিকবার মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ ঘটনার কারণে তাদের সন্তানরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাড়িতে যেতে সাহস পাচ্ছেন না। বাড়ি দেখাশোনা করা ব্যক্তিকেও ভয়-ভীতি দেখানো হচ্ছে। থানাসহ জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কার্যকর সমাধান মেলেনি বলেও উল্লেখ করেন তিনি। তাদের অভিযোগ, অর্থবলের প্রভাবে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

এছাড়া ধারাবাহিক ভয়ভীতি, অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করার কারণে পরিবারটি গ্রাম ছেড়ে দূরে বসবাস করতে বাধ্য হয়েছে। এতে তারা মানসিক, সামাজিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলেও দাবি করেন আসমা বেগম।

সংবাদ সম্মেলনে আসমা বেগম সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৈধ পৈতৃক সম্পত্তি ভোগদখল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে আসমা বেগমের কলেজ পড়ুয়া একমাত্র পুত্র মোঃ সাব্বির হাওলাদারসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *