শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

‎গৌরনদীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫

‎​সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।।

‎​বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ক্রীড়াঙ্গনের ছাত্র ও যুব সমাজ আয়োজনে মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি প্রাণবন্ত ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করে।
‎​
‎বুধবার (১৫অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গোমস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

‎টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। ​এছাড়াও অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য তাইফুর রহমান কচি, অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ প্রমুখ।

‎উদ্বোধনী বক্তব্যে অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে সাহায্য করে। খেলাধুলা শরীর গঠন করে, মন সতেজ রাখে এবং নেতৃত্ব গড়ে তোলে।”

‎উক্ত টুর্নামেন্টে গৌরনদী উপজেলার বিভিন্ন ক্লাব ও যুব সংগঠনের সমন্বয়ে গঠিত দলসমূহ অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

‎টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতায় ছিলেন বায়েজিদ হাসান, কায়েস আহমেদ এবং জুয়ায়ের আল মাহমুদ।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *