প্রতিবেদক।।বুলবুল আহমেদ।।
ঝালকাঠিতে সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত “স্বর্নালী সম্ভারে সাজাই জীবন ” এই শ্লেগানকে সামনে রেখে এ কর্মশালা চলে।
কর্মশালায় দারসুল কুরআন পরিবেশন করেন
মাওলানা কাওছার হোসাইন হামিদী, উদ্বোধন ও স্বাগত বক্তা রাখেন সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি অধ্যক্ষ ফরিদুল হক, সংগীতের আদ্যপান্ত উপর আলোচনা করেন গীতিকার, সুরকার ও শিল্পী মাসুদ রানা, নাটক ও অভিনয়ের মৌলিক তত্ত্ব উপর আলোচনা করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ অফিস সম্পাদক নাট্যকার ও অভিনেতা মনিরুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের দায়িত্বশীলদের করণীয় উপর আলোকপাত করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সাহিত্য সম্পাদক ইয়াসিন মাহমুদ,
সাহিত্য সাংস্কৃতিক প্রতিবেদন তৈরির কলাকৌশল নিয়ে আলোচনা করেন পরিচালক , বরিশাল সংস্কৃতি কেন্দ্র ও দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চলের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দিন,কুরআন তিলাওয়াত
মাওলানা আশরাফুল ইসলাম,
প্রধান অতিথি ছিলেন সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিচাল সাংবাদিক আতিকুর রহমান।
কর্মশালায় আলোচকেরা বলেন,
ইসলামী সংস্কৃতি মুসলিম জাতির পরিচিতি ও অস্তিত্বের মূল ভিত্তি, যা আল্লাহর শিক্ষা ও কোরআনের আলোকে পরিচালিত হয় এবং যা নৈতিকতা, সামাজিক শিষ্টাচার, ও মানবীয় মূল্যবোধের প্রসার ঘটায়। এর মাধ্যমে মুসলিমরা আখিরাতের প্রতি মনোযোগী হয় এবং একটি কল্যাণকর ও উন্নত সমাজ গড়ে তোলে। এটি মুসলিম জাতির স্বকীয়তা রক্ষায় অপরিহার্য।
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিবেদন লেখার কলাকৌশলের ব্যাপারে আজাদ আলাউদ্দিন বলেন এর মধ্যে রয়েছে ঘটনার সুনির্দিষ্ট পর্যবেক্ষণ, যথাযথ তথ্য সংগ্রহ ও উপস্থাপন, নিরপেক্ষ ও পক্ষপাতহীন ভাষা ব্যবহার, তথ্যসূত্রের উল্লেখ এবং প্রয়োজনে চিত্র বা সারণি ব্যবহার করা। প্রতিবেদনের শুরুতেই একটি শিরোনাম থাকে, যা বিষয়বস্তুর পরিচয় দেয় এবং প্রতিবেদনের মূল অংশ ঘটনার বিবরণ, বিশ্লেষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য তুলে ধরে।সঠিক তথ্য তুলে ধরে প্রকাশ করাও ইবাদতের শামিল। কর্মশালায় ঝালকাঠির চারটি উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।