শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

দুই দফা দাবিতে চরফ্যাশনে কো-ইড শিক্ষকদের তৃতীয় দিনের শান্তি পূর্ণ মানববন্ধন

‎‎চরফ্যাশন প্রতিনিধি
‎ন্যায্য বেতন কাঠামো ও চাকরি স্থায়ীকরণের দাবিতে তৃতীয় দিনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করছে ভোলার চরফ্যাশন উপজেলার কো-অপারেশন ইন ডেভেলপমেন্ট (কো-ইড) পরিচালিত স্কুলগুলোর প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
২৪ নবেম্বর সোমবার থেকে শুরু হয়ে ‎বুধবার  (২৬ নভেম্বর)ও চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কো-ইড বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে কো-ইড শিক্ষক কল্যাণ চরফ্যাশন সমিতির আয়োজনে এ কর্মসূচি চলছে।

‎আন্দোলনকারীদের মধ্যে চরফ্যাশন কো-ইড শিক্ষক সমিতির আহ্বায়ক আবু সাইদ জানান, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যমূলক বেতন কাঠামো ও চাকরির অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছি। প্রতিষ্ঠানের স্বার্থে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অস্ট্রেলিয়ার কো-ইড কর্তৃপক্ষের কাছে ১৪ টি দাবি জানানো হলেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি।

‎তারা আরও বলেন, ২৩ নভেম্বর রবিবার ন্যায্য বেতন কাঠামো ও চাকরি স্থায়ীকরণের জন্য ২ দফা দাবি জানানো হলে ই-মেইলে কো-ইড অস্ট্রেলিয়ার জবাব অত্যন্ত হতাশাজনক হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যার জন্য আমরা অফিসের সামনে মানববন্ধন ও অনশনে বসেছি।

‎৪৬নং চর কচুয়া কো-ইড স্কুলের প্রধান  শিক্ষক লোকমান হোসেন বলেন আমরা সবাই শিক্ষক, আজ এ সময় আমরা সবাই আমাদের কোমলমতি বাচ্চাদেরকে পাঠদান করানোর কথা, কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান কমিটির পক্ষ থেকে যে পরিমান বেতন আমাদের দেওয়া হয়, তা খুবই সীমিত যা আমাদের পরিবার চালানোর জন্য যথেষ্ট নয়, আমরা চাই আমাদের যে দুটি দাবি আমরা কমিটির কাছে পেশ করছি তা বাস্তবায়ন করুক।

৩২ নং কো-ইড স্কুলের প্রধান  শিক্ষক শহিদুল বিশ্বাস বলেন  আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছি, অথচ আমাদের সম্মান ও অধিকার উপেক্ষা করা হচ্ছে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা স্কুলে ফিরবো না, আন্দোলন চালিয়েই যাব।

‎কো-ইড বাংলাদেশ চরফ্যাশন কার্যালয়ের সমন্বয়কারী মো. রিয়াজ হোসেন জানান, শিক্ষকদের দাবিগুলো উপরের কর্মকর্তাদের জানানো হয়েছে তারা দ্রুত পদক্ষেপ নেবেন।

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *