এরশাদ সোহেল-মনিরুল ইসলাম ইকরাম।।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ পিআর বোঝেনা, তারা পিআর চায়না। এদেশের মুক্তিকামী মানুষ গনতন্ত্রে বিশ্বাসী, তারা গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট চায়।
বৃহস্পতিবার বিকেলে ভোলার তজুমদ্দিনের খাসের হাট বাজারে শম্ভুপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, আওয়ামীলীগ এ দেশকে লুটেপুটে খেয়ে চলে গিয়েছে, এদেশের মানুষ বিদেশ থেকে কষ্টার্জিত যে টাকা পাঠাতো সেগুলো রাষ্ট্রিয় কোষাগারে জমা হতো। সেখান থেকে এ টাকা শেখ হাসিনা,তার বোন শেখ রেহানা ও ছেলে জয় মিলে বিদেশে পাচার করেছে।তারা ভারতকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছিলো,চট্টগ্রাম বন্দরে জাহাজ খালাসীর কাযে পর্যন্ত ভারতকে আগে অগ্রাধিকার দিতো এই আওয়ামীলীগ। তিনি আরো বলেন,এদেশে গুম,খুন,নির্যাতনের রাজনীতি শুরু করেছে আওয়ামীলীগ।
এ সময় তিনি স্থানীয় নেতৃবৃন্দর উদ্দেশ্য হুশিয়ারি দিয়ে বলেন,কেউ যদি চরের ভূমিহীন মানুষের জমি দখল করে,লুটপাট করে,তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে।
জনসভায় সভাপতিত্ব করেন,শম্ভুপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কামরুজ্জামান জান্টু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু ও শম্ভুপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আর রহমান শুভ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।