শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার আটক

হিজলা প্রতিনিধি।। 

বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে হিজলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সদস্যরা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হিজলা থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল চেয়ারম্যানকে গ্রেফতার করে নিয়ে যায়।

ওসি শেখ আমিনুল ইসলাম জানান, এনায়েত হোসেন হাওলাদারের বিরুদ্ধে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এনায়েত হোসেনের স্ত্রী আসমা বেগম জানান, তার স্বামীর নামে একটি রাজনীতি মামলা আছে। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। আজ তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে তিনি  কিছুই জানেন না।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *