শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

হিজলায় হরিনাথপুর ইউনিয়নে ধানের শীষের মতবিনিময় সভা

হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজির হাট আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী জননেতা রাজিব আহসানের ধানের শীষ প্রতীক কে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পাঁচটায় হরিনাথপুর ইউনিয়ন ভূমি অফিস মাঠের মতবিনিময় সভা জনসভায় পরিনত হয়। হরিনাথপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল খালেক মাঝির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার,আলী আহম্মেদ হাওলাদার, সুলাইমান মোল্লা, উপজেলা বিএনপি নেতা তানভীর তালুকদার,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস দেওয়ান ,হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাদল মুন্সি, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সরদার, মহিলা দলের সভাপতি নাসরিন খানম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল সরদার, মীর মাহফুজুর রহমান এলিট,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন কাজী, যুবদল,বরিশাল জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান হিরা সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথি আলতাফ হোসেন খোকন বলেন, হিজলা উপজেলা বিএনপির ঘাঁটি।আমাদের দেশ নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক বিশ্লেষণ করে জননেতা রাজিব আহসান কে ধানের শীষ প্রতীক দিয়েছেন। আমাদেরকে রাজিব আহসান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *