নিজস্ব প্রতিবেদক।।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে বরিশাল আউটার স্টেডিয়ামে উজিরপুর উপজেলা বনাম বরিশাল সিটি করপোরেশনের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল সিটি করপোরেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক হাজার দর্শক। উভয় দলের মধ্যেই দেশি খেলোয়াড়ের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। টুর্নামেন্টে বরিশাল জেলার ১০ টি উপজেলা এবং বরিশাল সিটি করপোরেশনসহ মোট ১১টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল বরিশাল সিটি করপোরেশনের খেলোয়ারদের হাতে ১ লক্ষ টাকার চ্যাম্পিয়ন মানি ও ট্রফি তুলে দেন। পাশাপাশি রানার্সআপ দল উজিরপুর উপজেলার খেলোয়ারদের হাতে রানার্সআপ মানি ৫০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন। এছাড়াও সেরা গোলদাতা, সেরা গোলকিপার, ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার তুলে দেওয়া হয় খেলোয়ারদের হাতে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।