সাকী মাহবুব রাজবাড়ী প্রতিনিধি।।
রাজবাড়ীর পাংশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলার পাট্রা ইউনিয়ন ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার (৩০নভেম্বর) বাদ মাগরিব পাট্রা ইউনিয়নের খামারডাঙ্গী মোড়ে বিএনপির অফিসে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পাংশা উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান বেগম।
পাট্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: আব্দুর রব মন্ডলের সভাপতিত্বে পাট্রা ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলামের সন্ঞালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট্রা ইউনিয়নের যুবদলের আহবায়ক ওয়াজেদ মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া বিশ্বাস, দুলাল ফকির, শহিদুল ইসলাম রাজু আহমেদ, পাট্রা ইউনিয়ন ছাত্রদলনেতা মো: ইসমাঈল হোসেন বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরজাহান বেগম বলেন, আমরা খালেদা জিয়ার ও রাজবাড়ী ২নং আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব নাসিরুল হক সাবুর রোগ মুক্তি কামনা করি।
তিনি (খালেদা জিয়া) যেন অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্ব দেন, সেই প্রত্যাশা করি।পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।