বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক।।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ বছরের যুবতী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করায় মা বাবা সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসিকে এফ আই আর করবার নির্দেশ দেন। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ওই নির্দেশ দেন।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হচ্ছেন ভোলা সদর থানার দোড়ালিয়া দক্ষিণ দিয়া লদি গ্রামের অধিবাসী মনির হাওলাদার ছেলে মোঃ শাওন ওরফের সিফাত। সিফাতের বাবা মনির হাওলাদার, সিফাতের মা সাদিয়া বেগমকে আসামি করে আপনার মামলা দায়ের করা হয়েছে।

বাদি মামলায় উল্লেখ করেন তার মেয়ে নুসরাত আক্তার সতেরো বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আসামি শাওন প্রেমের প্রস্তাব দিলে বাদিরকন্যা রাজি না হলে গত ২ জুলাই সকাল দশটায় কলেজে যাবার পথে বাদির কন্যাকে আসামি সিফাত একটি মাইক্রোবাসে তুলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে ভিকটিমের বাবা নূর হোসেন মঙ্গলবার বাদী হয়ে মামলা করলে বিচারক উপরোক্ত নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সসহকারী অজিবর রহমান।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *